Advertisement

Chadni Chowk Fire: চাঁদনী চকের বহুতলে বিধ্বংসী আগুন, বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

দীপাবলির আগেই অন্ধকার নেমে এল চাঁদনী চকে। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। শনিবার সকালে কলকাতার চাঁদনী চকের ৯ নম্বর ম্যাডাম স্ট্রিট এলাকার একটি বহুতলে আগুন লেগেছে। কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ভরে গিয়েছে গোটা এলাকা। ওই বহু তলের নিচে বেশ কিছু দোকান থাকার পাশাপাশি রয়েছে আবাসনও। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এলাকা গেঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। বহুতল দ্রুত খালি করতে মাইকিং চালাচ্ছে পুলিশ।

Advertisement
POST A COMMENT