scorecardresearch
 
Advertisement

Garstin Place Fire: সাত সকালে দাউ দাউ করে জ্বলল গার্স্টিন প্লেস, ঘরছাড়া ২৫ পরিবার

Garstin Place Fire: সাত সকালে দাউ দাউ করে জ্বলল গার্স্টিন প্লেস, ঘরছাড়া ২৫ পরিবার

কাকভোরে অগ্নিকাণ্ড শহরে। পার্কস্ট্রিট-অ্যাক্রপলিস মলের পর এবার আগুন গার্স্টিন প্লেসে। শনিবার ভোর ৪টে নাগাদ ব্যাঙ্কসাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রাই খবর দেন দমকলে। পরে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।

Terrible Fire broke Out In a House at Garstin Place

Advertisement