শহর কলকাতায় গৃহহীনদের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর। তারই একটা বড় অংশ সেতু আঁকড়ে বেঁচে আছেন। ফ্লাইওভারের চাতালই মাথা গোঁজার একমাত্র আস্তানা। সরকারের তরফেও তেমন কোনও সহায়তা মেলে না। আছে ভোটার কার্ড-আধার কার্ডও। তবুও মুখাপেক্ষী হওয়ার জো নেই সেখানে। কেমন আছেন ফ্লাইওভারের নীচে বসবাসকারী আমাদের এই সহ নাগরিকেরা?