Advertisement

Kolkata Offbeat Story: কলকাতার ফ্লাইওভারের নীচে আস্ত এক 'শহর', ত্রিপলের ছাউনিতে স্বপ্ন বুনছে বেবী-রুকসানা-শ্যামলীরা

শহর কলকাতায় গৃহহীনদের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর। তারই একটা বড় অংশ সেতু আঁকড়ে বেঁচে আছেন। ফ্লাইওভারের চাতালই মাথা গোঁজার একমাত্র আস্তানা। সরকারের তরফেও তেমন কোনও সহায়তা মেলে না। আছে ভোটার কার্ড-আধার কার্ডও। তবুও মুখাপেক্ষী হওয়ার জো নেই সেখানে। কেমন আছেন ফ্লাইওভারের নীচে বসবাসকারী আমাদের এই সহ নাগরিকেরা?

Advertisement
POST A COMMENT