'নির্যাতিতা কোথায় সেটা জানে না পুলিশ'। এমন দাবি করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন,'নির্যাতিতা ও তাঁর মা-বাবার সঙ্গে কথা বলে কমিশন। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করার আগেই লুকিয়ে দেওয়া হল'। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেছেন অর্চনা। তাঁর কথায়,'প্রথমে ঘটনাস্থল পরিদর্শনে অনুমতি দেয়নি পুলিশ। পুরো তদন্ত না হলে ভিডিও বা ফটো তুলতে দেওয়া হবে না বলে জানানো হয়'।