Advertisement

​Kamarhati Rath Yatra 2023: এই রথে আপনি যদি কামারহাটি রথতলায় যান, তাহলে মনে হবে যেন পুরীতে চলে এসেছেন

এই রথে আপনি যদি কামারহাটি রথতলায় যান, তাহলে মনে হবে যেন পুরীতে চলে এসেছেন। কারণ লোকেশনটা বাদ দিলে বাকিটা যেন একদম পুরীর মতোই। ভোগের খাওয়া-দাওয়া থেকে আনন্দ সবটাই একই রকম। কেমন হয় এখানেই রথ সেই গল্প তো বলব, তার আগে বলি এই রথ তলার ইতিহাসও অনেক পুরোনো। ধরুন তাও কম করে 200 বছর। লোকের মুখে শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেব বেলঘরিয়ার রথ তলার মতিলাল সেন ঠাকুরবাড়ির রথ দর্শনে এসেছিলেন সেই সময়। বেলঘরিয়ার এক বাসিন্দা ছোট্ট একটি লোহার রথ দিয়েছিলেন স্থানীয় ক্লাবে। আড়িয়াদহ রথ তলা থেকে দেড় ফুটের জগন্নাথ দেব সেই রথে চড়েই রথের দিন মাসির বাড়ি যেতেন। সেই রথ আজও চলে বেলঘরিয়ার রথতলায়। তখন থেকেই বসত রথ তলার এই অতি প্রাচীন রথের মেলা। কিন্তু নবকলেবরে জগন্নাথ দেবের আকার পাল্টেছে। এখন তাঁর ওজন আড়াইশো কেজি। পুরীর মন্দিরের দালান থেকে চার ফুটের আনা জগন্নাথ আজ হেভি ওয়েট। ওজন প্রায় আড়াইশো কেজি। এই রথ তলার জগন্নাথ দেবের রথের কাঠ এই বছর এসেছে গন্ধমাধভ পাহাড় থেকে। 33 ফুট উচ্চতার এই তিন রথ চেপে এইবছর রথ তলা থেকে মাসির বাড়ি ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। এবছর দু টনের উপর ফুলের সাজে সাজলেন জগন্নাথ। বর্তমানে পুরীর রথ তৈরি করতে যে পরিমাণ কাঠ থাকে বা যে মাপের কাঠ দিয়ে তৈরি হয় তার থেকে বেশি উচ্চতার বেলঘড়িয়ার রথ তৈরি করা হয় বলে রথতলা কমিটির দাবি। ভোগেও থাকে নানা পদের আয়োজন। পোলাও খিচুড়ি সাদা ভাত থেকে পটলের দোরমা এঁচোড়ের তরকারি পনিরের তরকারি আরও বিভিন্ন রকমারি পদ। সব মিলয়ে ভোটের আবহে জমজমাট এই রথতলার রথযাত্রা।

kolkata ​Kamarhati Rath Yatra 2023.

Advertisement