Advertisement

KMC Purdah License Fee: কলকাতায় ফের পর্দা লাইসেন্স চালু ফিরহাদের, কী এই বিধি ?

ফুটপাতে যাঁরা ব্যবসা করেন তাঁদের জন্য ফের চালু হল পর্দা লাইসেন্স। জানালেন মেয়র ফিরহাদ হাকিম। সাংবাদিকদের ফিরহাদ বলেন, 'কলকাতায় ফের পর্দা লাইসেন্স চালু হচ্ছে। ২৫ বছর আগে এই লাইসেন্স চালু ছিল। ফের বন্ধ হয়ে যায়। যে সব দোকানের অস্থায়ী শেড রাস্তার সীমানার মধ্যে রয়েছে তাঁরা এই কর দেন ও লাইসেন্স নেন।'

Firhad Hakim's Reaction On Purdah License Fee

Advertisement
POST A COMMENT