'৯০ সাল থেকে বেআইনি বাড়ি তৈরি হচ্ছে কলকাতায়'। নিজের পূর্বসূরীদের দিকে দায় ঠেললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, 'কমল বোস মেয়র থাকার সময় ২৫ জন মারা গিয়েছিলেন। ১৬ জন মারা গিয়েছিলেন প্রশান্ত সুরের সময়। তার পরেও বাড়ি ভেঙেছে কিন্তু কেউ মারা যায়নি। তার মানে বেআইনি বাড়ি ৯০ সাল থেকে তৈরি হচ্ছে'।