বাঘাযতীনের পর ট্যাংরাতেও হেলে গেল বহুতল বাড়ি। একের পর এক বহুতল হেলে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে। যদিও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই মেজাজ হারালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, 'পুরসভা কি বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়ি সোজা করবে?' কলকাতায় হেলে যাওয়া বাড়ির সংখ্যা বর্তমানে ৩০টি। সেই বাড়িগুলি দীর্ঘদিন ধরেই হেলে রয়েছে বলে জানাচ্ছেন ফিরহাদ। তাঁর কথায়, 'বেআইনি বাড়ি নিয়ে আমি মেয়র হওয়ার পর যে প্রসেস করে দিয়েছি যা অন্য কোনও মেয়র করেনি। এই প্রসেসে নতুন করে বেআইনি বাড়ি হওয়ার কোনও প্রশ্ন নেই।