‘সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়। কাঠামো ঠিক থাকলে বিপজ্জনক নয়'। শহরে একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শহরে হেলে পড়া সব বাড়িই কি ভেঙে ফেলবে পুরসভা? ফিরহাদের জবাব,'কলকাতায় এরকম অনেকগুলি বাড়ি আংশিক হেলে আছে। বছরের পর বছর এই অবস্থায় রয়েছে। সব বিপজ্জনক নয়'।