scorecardresearch
 
Advertisement

Park Street Shootout near Indian Museum: কলকাতার জাদুঘরের কাছে এলোপাথাড়ি গুলি, মৃত ১; এলাকায় আতঙ্ক

Park Street Shootout near Indian Museum: কলকাতার জাদুঘরের কাছে এলোপাথাড়ি গুলি, মৃত ১; এলাকায় আতঙ্ক

ভর সন্ধেয় পার্কস্ট্রিটে জাদুঘর এবং বিধায়ক হস্টেলের কাছে শুটআউট। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। পুলিশের গাড়ির সামনের কাচেও গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স। কোথা থেকে গুলি চলল, কে চালাল, তার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, CISF-এর কর্তব্যরত এক জওয়ান এক সতীর্থকে লক্ষ্য করে গুলি চালান। এক জনের মৃত্যু হয়েছে বলেও খবর।

CISF Jawan's Open Fire in Indian Museum at Park Street, 1 Dead

Advertisement