Advertisement

Kunal Ghosh: পদ কি ফিরছে? ডেরেকের সঙ্গে বৈঠকের পর যা বললেন কুণাল ঘোষ

প্রায় একঘণ্টার বৈঠক, তারপরই সাংসদ ডেরেক ও'ব্রায়েনের বাড়ি থেকে হাসিমুখে বেরোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গাইলেন, 'আহা কী আনন্দ আকাশে, বাতাসে।' রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই পাহাড় সমান জমে থাকা অভিমানের বরফ যেন আজ গলল! গত বুধবার তাপস রায়ের প্রশংসার পর দলের তরফে তাঁকে রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়। এই নিয়ে দিন দুয়েক জল অনেক দূর গড়ায়। কুণাল-তৃণমূল তরজা তুঙ্গে ওঠে। আজ অর্থাৎ শনিবার বেলা সাড়ে বারোটার খানিক পরে ডেরেকের বাড়িতে যান কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় তিনজনের। এরপরই অভিমানের বরফ যেন গলে জল।

Advertisement
POST A COMMENT