Advertisement

Samik Bhattacharya On Kali Poster Issue: কালী বিতর্কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি থেকে সরছে না বিজেপি, জানাল শমীক

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিযোগ করেন,পরিকল্পিত ভাবে কালী সম্পর্কে যে বিতর্কিত মন্তব্য করেছেন সাংসদ মহুয়া মৈত্র, তাতে সমাজে একটা বিভাজনের রাজনীতির বার্তা দেওয়া হচ্ছে। তিনি জানান, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই এব্যাপের  নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সাংসদকে। এব্যাপারে আমাদের দাবি থেকে আমরা সরছি না।

Samik Bhattacharya's Reaction On Kali Poster Issue

Advertisement
POST A COMMENT