Advertisement

Dilip Ghosh: 'পুলিশের ওপর ভরসা নেই পুলিশ মন্ত্রীর': দিলীপ ঘোষ

বিকেলের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ। বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মালদায় যে গুলি চলেছে সেখানে বন্দুক কোথা থেকে এল। হাই মাদ্রাসা নির্বাচনে অশান্তি হচ্ছে বীরভূম বাসন্তী সব জায়গায় সেখানে কী অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে গুলি বন্দুক আসছে। অন্যদিকে বীরভূম থেকে সরানো হয়েছে এস পি নগেন্দ্র ত্রিপাঠীকে। পুলিশ কর্তাকে সরানো প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বীরভূমের দায়িত্ব হাতে নিতে চাইছেন। পুলিশের ওপর ভরসা নেই পুলিশ মন্ত্রীর।

Malda and Birbhum high madrasa vote clash BJP leader Dilip Ghosh reacts

Advertisement
POST A COMMENT