পুজোয় দুশ্চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। তাই পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই ময়দানে নেমে পড়ল কলকাতা পুরসভা। আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম জানালেন, 'বৃষ্টির মধ্যেই পুজো হবে। আমাদের সব পাম্পিং স্টেশন রেডি আছে। যেভাবে আমরা অতিবৃষ্টির মোকাবেলা করেছি, সেভাবেই পুজোর সময় যাতে কোথাও জল না জমে সেটা আমরা লক্ষ্য রাখবো। পুরসভার কন্ট্রোলরুম সব সময় খোলা থাকবে। আমি নিজেও লক্ষ্য রাখবো এবং অন্যান্য আধিকারিকরাও থাকবেন।' জল জমার পাশাপাশি রাস্তাঘাট মেরামতের উপরও জোর দিয়েছেন মেয়র। এদিন তিনি জানিয়ে দেন, ১৫ই সেপ্টেম্বর এর মধ্যে শহরের সমস্ত রাস্তার প্যাচওয়ার্ক ও মেরামতির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।