scorecardresearch
 
Advertisement

Biman Banerjee :'নওশাদের জামিন হয়ে যাওয়া উচিত...আইনজীবী হিসেবে মনে করি': স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Biman Banerjee :'নওশাদের জামিন হয়ে যাওয়া উচিত...আইনজীবী হিসেবে মনে করি': স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

নওশাদ সিদ্দিকিকে এতদিন জেলে রাখার মতো কোনও কারণ আছে বলে আমি মনে করি না। বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিচারপতি জয়মাল্য বাগচি কী করছেন। উনি স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিতে পারেন। অবশ্য তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে একথা বলছি, আইনজীবী হিসেবে বলছি। বিধানসভার স্পিকার হিসেবে নয়। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি আইএসএফ-এর এক কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে দলীয় কর্মীদের বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার করা হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। এবং ৮৮ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়।

Advertisement