নিদারুণ দারিদ্র। তার ফাঁকেই পড়াশোনা। খালি পায়েই কেটেছে ছাত্র জীবন। পরবর্তীকালে দেশের ডাকসাইটে IPS অফিসার। অপরাধীরা ভয়ে কাঁপত। বোরখা পরে রেড থেকে দাগী ক্রিমিনালকে অ্যারেস্ট, সেই কাহিনি শোনালেন তিনি। bangla.aajtak.in-এর 'ব্যক্তিগত'-তে এবার প্রাক্তন আইপিএস অফিসার তথা বিশিষ্ট লেখক নজরুল ইসলাম।