Advertisement

Suvendu Adhikari: 'ভেবেছেন সারদা পুরনো হয়ে গেছে? অপেক্ষা করুন,' হুঁশিয়ারি শুভেন্দুর

ফের একবার সারদাকাণ্ডে ছবি বিক্রির প্রসঙ্গ তুললে তৃণমূলকে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আজ অর্থাত্‍ সোমবার কলকাতার একটি সভাথেকে সারদার ছবি বিক্রি নিয়ে তদন্তের অগ্রগতির হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এ দিন তিনি বলেন,'এ তো সবে সকাল মা। এ তো সবে সকাল। ছবি কেনাটা তো আসছে। সঞ্জয় বুধিয়া,হর্ষ নেওটিয়া, গৌতম কুণ্ডু, সুদীপ্ত সেন- কার ছবি কিনেছিলেন? লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি? ভেবেছেন সারদা পুরনো হয়ে গিয়েছে? অপেক্ষা করুন, ছবি আসছে। শুধু ভাতিজা নয়, সঙ্গে বুয়াকেও যেতে হবে।'

Suvendu Adhikari Slams TMC Over Saradha Scam Issue

Advertisement
POST A COMMENT