Advertisement

Vineet Goyal: সংসদ তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝা-র বাড়িতে দিল্লি পুলিশ, প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস CP-র

দিল্লি পুলিশের স্পেশাল টিম সংসদ তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝা-র বাগুইহাটির বাড়িতে যায় দিল্লি পুলিশ। এব্যাপারে পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন এব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সংসদ কাণ্ডের পর রাজ্যের বিধানসভা কতটা নিরাপদ এব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেন। তিনি জানান, শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ন জায়গায় আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করে সারা বছর।

Advertisement
POST A COMMENT