Advertisement

CP Vineet Goyal: 'যাদবপুরকাণ্ডের তদন্ত শেষের দিকে,' জানালেন কলকাতা পুলিশ কমিশনার

“যাদবপুরের তদন্ত খুব ভালোভাবে এগোচ্ছে। এতে আমাদের হোমিসাইড ডিপার্টমেন্ট ও লোকাল পুলিশ স্টেশন যুক্ত আছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল অনেকেই গ্রেফতার হয়েছে। আমরা তদন্ত করে দেখছি, আর কেউ যুক্ত থাকলে গ্রেফতচার হবেই। আমার মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি কিনারা করে নেব।” শুক্রবার দুপুরে লালবাজারে 'Police Day'-র অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল

CP Vineet Goyal on Jadavpur University Student Death

Advertisement
POST A COMMENT