Advertisement

Meyera Rat Dokhol Koro At New Town: নিউটাউন বিশ্ববাংলা গেটে ‘মেয়েরা রাত দখল করো’, জমায়েত বহু মানুষের

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নেমেছেন মহিলারা। সামিল হচ্ছেন পুরুষরাও। কলকাতার বিভিন্ন প্রান্তে ‘মেয়েরা রাত দখল করো’ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। সেই ছবি দেখা গেল কলকাতার নিউ টাউন বিশ্ববাংলা গেটের কাছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সেখানে জমায়েত করেন অনেকে। দোষীদের সাজার দাবি জানান প্রতিবাদীরা।

Advertisement
POST A COMMENT