scorecardresearch
 
Advertisement

VIDEO: রাখির বদলে অভিনেত্রী রাইমাকে মাস্ক পরালেন অরূপ

VIDEO: রাখির বদলে অভিনেত্রী রাইমাকে মাস্ক পরালেন অরূপ

রবিবার কলকাতা (Kolkata)-য় সরকারিভাবে রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসবের সূচনা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এবার পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্য জুড়ে মাস্ক (Mask) বন্ধন উৎসব পালন করবে তারা। বাংলার মানুষ রাখির বদলে মাস্ক পরাবেন একে অপরকে। সে মতেই এদিন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিল যুব কল্যাণ দফতর। এখানেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত সকল অতিথিদের নিজের হাতে মাক্স পরিয়ে দেন। পাশাপাশি তিনি সুন্দরী অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)-কে মাস্ক পরিয়ে উৎসবে অন্য মাত্রা এনে দেন। রাখির ধরণে অবশ্য অভিনবত্ব এনেছেন তাঁরা। হলুদ সুতোর রাখির পরিবর্তে সাদা কাপড়ের মাস্কই এবারের তাঁদের রাখি বন্ধনের থিম। রাখি বন্ধনেও এদিন বাদ পড়লো না কেন্দ্রীয় সরকার (Central Government) এর বঞ্চনার প্রসঙ্গ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন (Covid Vaccine) দিচ্ছে না বাংলাকে। রাজ্য সরকার কিনতে চাইলেও তার অনুমোদন দিচ্ছে না মোদী সরকার।

Advertisement