অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধার্নামঞ্চেই হাজির খোদ মুখ্যমন্ত্রী। আরজি করের মহিলার চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আজ ঘটনার ৩৫ তম দিনে স্বাস্থ্য ভবনের সামনে সেই ধর্নামঞ্চে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পায়ে হেঁটেই সরাসরি ধর্নামঞ্চের দিকে এগিয়ে যান তিনি। মুখ্যমন্ত্রী পৌঁছতেই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। দেখুন ধর্নামঞ্চে পৌঁছনোর সেই ভিডিও।