৪২ দিন পর কর্ম বিরতি তুললেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার নিজেদের জেনারেল বডি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। এদিন রাতেই সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানান, শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। মিছিলের পর তাঁরা নিজে নিজে কলেজে ফিরে যাবেন, এবং শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন। তবে আংশিক কর্মবিরতি চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলিতে বন্যা দুর্গতদের পাশে তাঁরা দাঁড়াবেন বলেও ঘোষণা করেন। ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য অভয়া ক্লিনিক পরিষেবা চালু করার কথাও জানিয়েছেন তাঁরা।