সাত সকালে আরজি করে ধর্নামঞ্চ খুলতে হাজির ডেকরেটর। তাঁর দাবি, আমাকে ধর্নামঞ্চ খুলতে অর্ডার দেওয়া হয়েছে। সাংবাদিকরা ঘিরে ধরতে তিনি জানান, 'আপনারা কাজে দেরি করিয়েছেন। ম্যাডামের ফোন নম্বর দিচ্ছি, কথা বলে নিন। ৩ হাজার করে ভাড়া দিতে হয়'। তবে ধর্নামঞ্চ উঠছে না বলে সাফ জানিয়ে দেন জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো। বলেন,'বিভ্রান্তি তৈরি হয়েছিল। ধর্নামঞ্চ যেমন আছে, তেমনই থাকবে। এ নিয়ে কোনও সমস্যা নেই'।