Advertisement

আরজি কর নির্যাতিতার স্মরণে রাখিবন্ধন কংগ্রেসের, দেখুন ভিডিও

আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং তাঁর স্মৃতিতে 'অভয়া রাখি বন্ধন' কর্মসূচি পালন কংগ্রেসের INTUC সেবা দলের। এদিন কলকাতার বউবাজার থেকে কলেজ স্ট্রিট হয়ে মেডিক্যাল কলেজের গেট পর্যন্ত রাস্তায় রাখি বন্ধন কর্মসূচি পালন করলেন তাঁরা। তাঁদের দাবি, এক বছর পেরিয়ে গেলেও নির্যাতিতার সঠিক বিচার মিলেনি। বাংলায় মেয়েরা সুরক্ষিত নয়। তাই এই রাখি মা-বোনেদের সুরক্ষা কবচ।

Advertisement
POST A COMMENT