কর্পূর ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বাম জমানার এই ছবিতে রয়েছেন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। ছবির পরিচালক অরিন্দম শীল। শোনা যাচ্ছে, মনীষা মুখোপাধ্যায়ের চরিত্র অভিনয় করছেন ঋতুপর্ণা। অভিনেত্রী বলেন, 'আমি চেষ্টা করেছি মনীষা ওরফে মৌসুমী হয়ে উঠতে। দর্শকদের বলতে চাই, সিনেমা সমাজের প্রতিচ্ছবি। সেরকম জীবনের গল্প, বাস্তবধর্মী ছবি হতে চলেছে কর্পূর'।