Advertisement

Salt Lake Fire: এবার সেক্টর ফাইভে আগুন, বিস্ফোরণের শব্দও! কী ছিল ভিতরে ?

বড়বাজারের এবার সেক্টর ফাইভের কারখানায় অগ্নিকাণ্ড। আগুন লাগল একটি রাসায়নিক কারখানায়। শোনা গেল বিস্ফোরণের শব্দও। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে দমকলমন্ত্রী সুজিত বসু জানান,'ভিতরে দ্রাহ্য পদার্থ ছিল। আগুন নেভাতে সময় লাগে। যতটুকু খবর পেয়েছি, ভিতরে কেউ আটকে ছিল না। আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসছে'।

Advertisement
POST A COMMENT