Advertisement

Shantanu Thakur on BJP: বিজেপির রাজ্য কমিটি নিয়ে প্রকাশ্যে বিষোদগার শান্তনুর!

বিজেপির রাজ্য কমিটি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির নয়া রাজ্য কমিটি ঘিরে বেশ কয়েক দিন ধরেই সংঘাত বাড়ছিল। কয়েকদিন আগে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন মতুয়া বিধায়করা। তাঁদের ক্ষোভ ছিল সেই কমিটিতে মতুয়া নেতাদের জায়গা দেওয়া হয়নি। এর পরেই গ্রুপ ছাড়েন মতুয়া নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এমনকী বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে তিনি বৈঠকও করেন।

shantanu thakur slams bjp over new state committee

Advertisement