scorecardresearch
 
Advertisement

Madhubala:'মধুবালার বায়োপিক নিয়ে ভাববেনও না', কড়া হুঁশিয়ারি বোন মধুরের

Madhubala:'মধুবালার বায়োপিক নিয়ে ভাববেনও না', কড়া হুঁশিয়ারি বোন মধুরের

তাঁর সময়ে বিশ্বের অন্যতম সেরা সুন্দরী ছিলেন। মাত্র ৩৬ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে চলে গিয়েছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী মধুবালা। যেমন বর্ণময় ছিল তাঁর ফিল্মি জীবন, তেমন রঙিন ছিল তাঁর ব্যক্তি জীবনও। এ হেন অভিনেত্রীকে নিয়ে আজ অবধি কোনও বায়োপিক তৈরি হয়নি, এটা ভাবতেও অবাক লাগতে পারে। কিন্তু সত্যি এটাই। এ বার মধুবালার বায়োপিক তৈরির ক্ষেত্রে কড়া হুঁশিয়ারি দিলেন তাঁরই বোন মধুর ব্রিজ ভূষণ।

Madhur Bhushan warns about taking legal action against those planning a biopic on the madhubala without their approval

Advertisement