লাল পেড়ে সাদা শাড়িতে প্যারিস অলিম্পিকে জোড়া পদক জয়ী ভারতীয় শ্যুটার প্রথমবার কলকাতায় এলেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অভিজ্ঞতা চাক্ষুস করতে হরিয়ানার তরুনী কলকাতায়। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পূজো শ্রীভূমি স্পোর্টংয়ে যান মনু ভকের। তিনি জানালেন,“কলকাতায় এই সময় না আসলে জীবনের সেরা অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকতেন। এক অসাধারন মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। ”