Advertisement

Sukanta Majumdar: দায়িত্ব ছেড়ে 'আদি ও নব্য' নিয়ে মুখ খুললেন সুকান্ত, যা বললেন

বিজেপিতে আদি ও নব্য বলে কিছু নেই। শমীকের অভিষেকের দিনে মনে করালেন সুকান্ত মজুমদার। উত্তরসূরীকে অভিনন্দন জানিয়ে সুকান্ত বলেন, 'এটা অন্য রাজনৈতিক দলে আশ্চর্যের হতে পারে। এটা কোনও পরিবারের দল নয়। দলটাই একটা পরিবার। আমরা এই পরিবারকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিজেপি একটি পরিবার। আজ কে এসেছেন, আগামিকাল কে এসেছেন, আমরা সকলেই বিজেপি'।

Advertisement
POST A COMMENT