Advertisement

Suvendu Adhikari: DA আন্দোলন জারি থাক! বর্ধিত মাইনে যৌথমঞ্চের হাতে তুলে দিলেন শুভেন্দু

সম্প্রতি বিধায়কদের বেতন বৃদ্ধি হয়েছে। নন্দীগ্রামের BJP বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর ৪০,০০০ টাকা বেতন বেড়েছে। সেই বর্ধিত টাকা DA (Dearness Allowance) আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দেন তিনি। এদিন চেক তুলে দিতে দেখা যায় তাঁকে। সংগ্রামী যৌথ মঞ্চের আইনি লড়াইয়ের জন্য এই অর্থ তুলে দিলেন শুভেন্দু।

Advertisement
POST A COMMENT