Advertisement

Abhijit Mandal Arrested: OC-অভিজিৎ মণ্ডলকে দেখে জুতো হাতে তেড়ে এল উপস্থিত জনতা, উত্তেজনা

টালা থানার ওসি-কে জুতো দেখাল ক্ষুব্ধ জনতা। ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও থেকে বের করতেই তাঁকে জুতো দেখানো হয়। একাধিকজন স্লোগানও দিতে শুরু করেন। সকাল এগারোটা নাগাদ তাঁকে বের করা হয় সিজিও থেকে। সেখান থেকে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

Advertisement
POST A COMMENT