scorecardresearch
 
Advertisement

Md Salim ON Tanmay Bhattacharya: 'কোলে বসে' কী শাস্তি তন্ময়কে? CPM-এর সেলিম যা বললেন... দেখুন

Md Salim ON Tanmay Bhattacharya: 'কোলে বসে' কী শাস্তি তন্ময়কে? CPM-এর সেলিম যা বললেন... দেখুন

মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ, বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করলো সিপিএম। সেদিন একটি সাংবাদিক বৈঠক করে এমনই সিদ্ধান্তের কথা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, “ এই ধরনের কোনও অভিযোগ এলে সিপিএম দল হিসাবে গুরুত্ব দিয়ে দেখে। তন্ময় যা করেছে দল কোনওভাবেই সমর্থন করে না। তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে। যতদিন তদন্ত হবে ততদিন তিনি সাসপেন্ড থাকবেন। এরপর তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে সে মতোই পদক্ষেপ করা হবে।”

Advertisement