Advertisement

TMC Dharna In Delhi: সাধারণ নেতা-কর্মীরা বাসে রওনা দেওয়ার পর এবার কলকাতা বিমানবন্দরে বিধায়ক-মন্ত্রীরা, দিল্লি চললেন ?

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ধর্না ও আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ বাসে করে রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশে। শনিবার দুপুর থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল রাজ্যের বহু মন্ত্রী এবং বিধায়কদের। কলকাতা বিমানবন্দর চত্বরে দেখা গেল এখনই ছবি। যদিও পরে জানা যায়, রবিবার বিমানে রাজধানী রওনা হওয়ার কথা ছিল তৃণমূলের একাধিক নেতা নেত্রীর। যদিও আচমকাই জানা যায়, রবিবার যাঁদের দিল্লি যাওয়ার কথা ছিল তাঁদের বিমান বাতিল করা হয়েছেয রবিবার সন্ধ্যা পৌনে সাতটার বিমান বাতিল করল ওই বিমান সংস্থা। বিমান সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাতিল করা হয়েছে।

Advertisement
POST A COMMENT