Advertisement

Firhad Hakim: 'সারা দেশটাতেই রাজনীতিকরণ করছে', সুকান্তর অন্নপূর্ণা মন্তব্যের প্রতিক্রিয়ায় ফিরহাদ

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে বিজেপিতে যোগদান, সুকান্ত মজুমদারের এই মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। । এব্যাপারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'কই আমরা তো কখনো বলি না, লক্ষীর ভান্ডার পেতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে। স্বাস্থ্য সাথীর কার্ড কে পায় না? সব রাজনৈতিক দলের মনোভাবাপন্ন লোকজনই পান। এগুলো বিজেপির লোকরাই বলতে পারে। সারা দেশটাতেই রাজনীতিকরণ করছে। নোংরা খেলা।'

Advertisement
POST A COMMENT