নিজের বক্তব্যে অনড় ফিরহাদ। এদিন রানি রাসমণি রোডের একটি সভা থেকে নিজের বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, একটি কমিউনিটির শিক্ষার উন্নতির সাপেক্ষে এই মন্তব্য করেছিলেন তিনি। যেটাকে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। ফিরহাদের কথায়, 'সকল ধর্মকেই আমি হৃদয় থেকে সম্মান করি। কিন্তু আমি আমার নিজের ধর্মকে ১০০% মানি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়ার কথা বলা মানে, অন্যকে অশিক্ষিত হওয়ার কথা বলা নয়। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না। আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করা যায় না।'