আজ ২০ সদস্যের নতুন জাতীয় কর্মসমিতি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। যদিও পদাধিকারীদের নাম পরে চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বৈঠকের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম জনসমক্ষে প্রকাশ করলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে তৃণমূলের সমস্ত জাতীয় পদের অবলুপ্তি করেন দলনেত্রী। একইসঙ্গে ২০ জন সদস্যের জাতীয় কর্মসমিতিও ঘোষণা করেন। এই কমিটিতে মমতা ও অভিষেক ছাড়া আছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, বুলুচিক বারিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠি, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, যশবন্ত সিনহা ও ফিরহাদ হাকিম। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কে কোন পদে থাকবেন সেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Partha Chatterjee announces TMC's New National Working Committee