দলবিরোধী মন্তব্য করার অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূলের দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। হুমায়ুনকে আগামী ৩ দিনের মধ্যে শোকজের উত্তর চাওয়া হয়েছে। তিনিও উত্তর দেবেন বলেই জানান। বুধবার বিধানসভায় আসেন ভরতপুরের বিধায়ক। সেখানেই তিনি জানতে পারেন শোকজের কথা। তারপরই জানান, শোকজের জবাব দেবেন। তবে হাতে চিঠি পাননি। চিঠি পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।