Advertisement

Traffic Rules: পড়ুয়াদের সচেতন করতে স্কুলে ট্রাফিক নিয়মের পাঠ পড়ালেন পুলিশ কর্তারা

বেহালায় কয়েকদিন আগেই পথের বলি হয়েছিল স্কুল পড়ুয়া সৌরনীল। এই ঘটনা যাতে আর ঘটে সেব্যাপারে উদ্যোগ নিয়েছে পুলিশ। এরপরই সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে পুলিশ। বড়দের পাশাপাশি স্কুল পড়ুয়ারাও যাতে সচেতন হয় সেব্যাপারেও উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ। বাঘাযতীন গান্ধী কলোনী বয়েজ স্কুলের পড়ুয়াদের ট্রাফিক রুলস সম্পর্কে সচেতন করলেন। বিভিন্ন রকম ভিডিও ক্লিপ দেখালেন সচেতন করতে। কীভাবে রাস্তা পার হবে, রাস্তার কোথা দিয়ে পার হবে সে সম্পর্কে ছাত্রদের সচেতন করলেন গড়িয়া ট্রাফিক গার্ডের কর্তারা।

Advertisement
POST A COMMENT