Advertisement

Sukanta Majumdar On TET 2024: এ বছর TET হচ্ছে না, সুকান্তের কটাক্ষ, 'এটাই ভবিতব্য'

এ বছর প্রাথমিকে নিয়োগে TET পরীক্ষা হবে না। আজ অর্থাত্‍ সোমবার জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি গৌতম পাল। মূলত, আইনী জটিলতার জেরেই যে টেট হচ্ছে না, তা বোঝা গেল পর্ষদ সভাপতির কথায়। পর্ষদের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর নিশানা, তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি বাতিল হওয়া, পরীক্ষা হওয়াই ভবিতব্য। নতুন কিছু নয়।

Advertisement
POST A COMMENT