Advertisement

Koley Market: সবজির মূল্যবৃদ্ধি রুখতে কোলে মার্কেটে রাজ্য টাস্ক ফোর্স

সবজির দাম আকাশ ছোঁয়া। মূল্যবৃদ্ধি ও কালো বাজারি রুখতে রাজ্য টাস্ক ফোর্স হানা দিচ্ছে বিভিন্ন বাজারে। মঙ্গলবার সকালে টাস্ক ফোর্সের একটি দল অভিযান করে শিয়ালদা কোলে মার্কেটে। রাজ্য টাস্ক ফোর্সের অধিকারিক রবীন্দ্রনাথ কোলে বাজারে কাঁচা আনাজ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে তিনি জানতে চান তাদের কেনা ও বেচা দামের মধ্যে কি পার্থক্য রয়েছে। তিনি বিক্রেতাদেরকে বেশি লাভের জন্য অধিক মূল্যে বিক্রি না করার নির্দেশ দেন। শিয়ালদা কোলে মার্কেট ছাড়াও বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের এই দল।

Advertisement
POST A COMMENT