ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠে সাউথ গেট দিয়ে ঢুকল সেনা। বাইরে পজিশন নিল CISF। ভিতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকিটকি তে খবর এল এক ভিআইপি কে ঘিরে ফেলেছে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে শুরু হল অপারেশন। সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টা। রুদ্ধশ্বাস অপারেশন। তারপর নিউট্রালাইজ করা হল সব জঙ্গিকে। নাছোড় দুই জঙ্গি একটি শ্বেত পাথরের মূর্তির আড়ালে তখনও এমনভাবে লুকিয়ে, যেখানে পৌঁছান যাচ্ছিল না। সাপের মতো সন্তর্পনে মাটি কামড়ে এগিয়ে গেলেন দুই সেনা জওয়ান। অবশেষে তাকেও নতি স্বীকারে বাধ্য করা হল। তবে চিন্তার কিছু নেই, গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া।