Advertisement

Manas Bhunia Viral Speech: মানসের মুখে 'ছোট্ট ঘটনা'! মনে পড়ছে অতীত?

কসবার ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার আবহে তৃণমূলের একের পর এক নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার এক মন্তব্যকে ঘিরে। মঙ্গলবার কলকাতা মেডিক্যালে এক অনুষ্ঠানে মানস বলেছেন, 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।' তবে তিনি নির্দিষ্ট করে কোন ঘটনাকে 'ছোট্ট ঘটনা' বললেন, তা উল্লেখ করেননি। সম্প্রতি কসবার ঘটনায় যেভাবে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, তাতে মানসের এই মন্তব্য অর্থবহ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Advertisement
POST A COMMENT