ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। রাজ্যের ৩ জেলায় টানা বৃষ্টির অ্যালার্ট। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বর্তমানে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সেটি অবস্থান করছে। ধীরে ধীরে সেটি পশ্চিম দিকে সরে দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগঢ়ের ওপর অবস্থান করবে। দক্ষিণবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথম ২৪ ঘণ্টায় তেমন কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টা পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির বাড়ার সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে পাঁচ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।