scorecardresearch
 
Advertisement

Weather Update: বাংলায় লু চলছে, কিন্তু আজ বৃষ্টি হবে

Weather Update: বাংলায় লু চলছে, কিন্তু আজ বৃষ্টি হবে

1 থেকে 7 জুন পর্যন্ত রাজ্যে জেলা ভেদে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। তাপপ্রবাহের কবলে পড়ছে বাংলার বড় অংশ। আলিপুর 38.4। মালদহ 40 ডিগ্রি। 7 জুন পর্যন্ত এই গরমের দাপট বজায় থাকবে রাজ্যজুড়ে। কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা। বাকি জেলাগুলিতেও গরমে হাঁসফাঁস দশা হবে। সতর্কতা না থাকলেও কার্যত তাপপ্রবাহের অনুভূতি বজায় থাকবে রাজ্যের বাকী জেলাগুলিতেও । 3 ও 4 জুন দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে সামান্য বৃষ্টি হতে পারে। যদিও স্বস্তি আনতে ব্যর্থ হবে এই সামান্য বৃষ্টি। 6 ও 7 জুন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করবে প্রায় গোটা বাংলাকেই। সকাল 11 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষকে রোদে না বেরনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।। চৈত্রের সঙ্গে এই তাপপ্রবাহের ফারাক আছে। সেবার শুষ্ক তাপপ্রবাহ ছিল। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ। এবার পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং খুব উষ্ণ গরম। রাতের দিকে অর্থাৎ ন্যূনতম তাপমাত্রাও বাড়বে। কোনও স্বস্তি থাকবে না বললেই চলে।

west bengal kolkata weather update and forecast.

Advertisement