Advertisement

Sangrami Joutha Mancha: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের

সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ ১৩৮ দিনে পড়ল। আগামী ২৫ জুন দেড়শো দিন হতে চলেছে এই আন্দোলন। সেদিন কলকাতা ও হাওড়া থেকে হবে মহামিছিল। শহীদ মিনারে হবে জমায়েত। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতেও জমায়েত মিছিল হবে। এক সাংবাদিকদের জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া এরাজ্যে ভোট করা সম্ভব নয়। এই দাবিতে আমরা আদালতে গেছি সেখানে কেনো সুবিচার না মিললে আমরা সুপ্রিম কোর্ট যাবো । কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছাড়া এরাজ্যে ভোট করা সম্ভব নয়। আগামী শুক্রবার রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে নিদির্ষট বয়ানে ইলেকশন কমিশন কে মেল করবে। প্রশাসনকেও আমরা জানাবো নির্বাচনের বিষয়টা । কারণ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় সবচেয়ে বেশি ভোট কর্মী আক্রান্ত হয়েছিলেন এরাজ্যে। এমনটাই দাবি তাদের। যারা ভোট করতে যাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বলেও জানান তারা।

Advertisement
POST A COMMENT