scorecardresearch
 
Advertisement

VIDEO: ভবানীভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

VIDEO: ভবানীভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

রাজ্য পুলিশের (West Bengal Police) কনস্টেবল (Constable) পদে নিয়োগের দাবিতে ভবানীভবনের (Bhawani Bhawan) সামনে বিক্ষোভ (Agitation) চাকরিপ্রার্থীদের। অভিযোগ, বিক্ষোভ হঠাতে চাকরিপ্রার্থীদের উপরে লাঠিচার্জ (Baton charge) করেছে পুলিশ (Police)। সোমবার বেলা পৌনে ১২টা থেকে রাজ্যপুলিশের প্রধান দফতর ভবানীভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তাঁরা ভবানীভবনের সামনে বসে পড়েন। চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগ করতে হবে। না হলে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৯ সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় তাঁরা পাশ করেছেব। অনেকে নিয়োগপত্রও পেয়েছেন। কিন্তু তারপর আর তাঁদের নিয়োগ করা হয়নি। এই নিয়ে আদালতে মামলা চলছে। অভিযোগ, রাজ্য সরকার গড়িমসি করছে, তাই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। সরকারের কাছে বারবার দরবার করেও লাভ হয়নি। তাঁদের হুঁশিয়ারি,  যোগ্য ও নির্বাচিত চাকরিপ্রার্থীদের হাতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগপত্র তুলে দিতে হবে, তবেই তাঁরা বিক্ষোভ তুলবেন। অন্যথায় চলবে আন্দোলন। এদিকে বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

Advertisement