Advertisement

WB Police On Sabyasachi Dutta Issue: সব্যসাচীর পাশে দাঁড়িয়ে পুলিশ জানাল,'বেআইনি কাজটা আন্দোলনকারীরাই করেছিল'

সব্যসাচী দত্ত ও তাঁর অনুগামীরা অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ। গোটা ঘটনায় কার্যত সব্যসাচীর পক্ষেই দাঁড়াল পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন,'ওই জনপ্রতিনিধি ওখানকার বাসিন্দা। এটা কি আমার অধিকার যে কাউকে আটকে দেব? যে দলেরই হোক তিনি। আন্দোলনকারীরাই এই বেআইনি কাজটি করেছেন। প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীরাই করেছিল'।

Advertisement
POST A COMMENT