Advertisement

Kalighater Kaku: 'আমার ২০০ কোটি টাকা থাকতে পারে, আপনাদের কী ?', মেজাজ হারালেন কালীঘাটের কাকু

সাংবাদিকদের প্রশ্নে আরও একবার মেজাজ হারালেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শনিবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয় সুযোগ তাঁকে। সেখানেই ৬টি কোম্পানিতে ২০ থেকে ২২ কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে তাঁর কাছে জানতে চাওয়া হলে, তিনি মেজাজ হারান। সুজয়কৃষ্ণ বলেন,“তাতে আপনার কী?” এতে নিয়োগ দুর্নীতির টাকা রয়েছে কিনা জানতে চাওয়া হলে তাঁর জবাব,“কোনও টাকা নেই। ২০০৮ সাল থেকে কাজ করছি, সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে। আমার ২০০ কোটি থাকতে পারে। লোকের কি টাকা নেই? আদানি-আম্বানিদের টাকা নেই?”

Advertisement
POST A COMMENT